11/24/2024 ইসরাইলবিরোধী সমাবেশ থেকে আটক প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইন
মুনা নিউজ ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪ ০৫:৫৭
সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটিতে ইসরাইলবিরোধী বিক্ষোভ থেকে প্রেসিডেন্ট প্রার্থী জিল স্টেইনসহ কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রে এবং এর বাইরেও ইসরাইলের বিরুদ্ধে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ হচ্ছে। যেখানে ইসরাইলকে গাজা যুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্রকে ইসরাইলের উপর নিষেধাজ্ঞা দেয়ার আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন স্থানে বিক্ষোভ থেকে শত শত লোককে গ্রেফতার করছে পুলিশ। ওসব বিক্ষোভ-সমাবেশ থেকে ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলকে ধ্বংস করে ফেলারও আওয়াজ ওঠছে।
স্টেইন হলেন ইহুদিবিরোধী ইসরাইল কর্মী। ২০২৪ সালের নির্বাচনে গ্রিনপার্টির প্রেসিডেন্ট প্রার্থী তিনি।
সেন্ট লুইসে ফিলিস্তিনিপন্থী ছাত্ররা দাবি করছে যে ইউনিভার্সিটি বোয়িং কোম্পানির সামরিক সরঞ্জাম সরবরাহকারী থেকে ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে বিতাড়িত হোক। বোয়িং সেন্ট লুই অঞ্চলের একটি প্রধান নিয়োগকারী।
সামগ্রিকভাবে গ্রিনপার্টির মতো স্টেইনও ইসরাইল বা বিডিএসের বিরুদ্ধে বয়কট, অপসারণ এবং নিষেধাজ্ঞা আন্দোলনকে সমর্থন করেন। তিনি ইসরাইলকে অগণতান্ত্রিক আমেরিকান মিত্র সৌদি আরব এবং মিসরের সাথে রাখেন। তার ওয়েবসাইটে, তিনি গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের পদক্ষেপকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র : টাইমস অফ ইসরাইল
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.