04/10/2025 গাজা ইস্যুতে মতপার্থক্য তৃতীয়বারের মত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ
মুনা নিউজ ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪ ১১:০৩
ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের বিষয়ে ওয়াশিংটনের নীতির সঙ্গে মতপার্থক্যের জের ধরে পদ ছাড়লেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। ওই মুখপাত্রের নাম হালা রাহরিত বলে জানা গেছে।
হালা রাহরিত ছিলেন আরবি ভাষার মুখপাত্র। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়া তৃতীয় ব্যক্তি তিনি।
চলমান সংঘাতে যেভাবে ‘হারতে’ পারে ইসরায়েলযুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা আছে, হালা রাহরিত দুবাইয়ের আঞ্চলিক গণমাধ্যম কেন্দ্রের (হাব) উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। প্রাই দুই দশক আগে মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলেন হালা রাহরিত। শুরুতে তিনি রাজনৈতিক ও মানবাধিকার কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক বার্তায় হালা রাহরিত বলেন, ‘টানা ১৮ বছর আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছি। চলতি এপ্রিলে পদত্যাগ করেছি। গাজা নীতি নিয়ে মতপার্থক্য থাকায় চাকরি ছেড়েছি আমি।’
গাজায় চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসনের নীতি সমর্থন করতে না পারায় মাসখানেক আগে পদ ছাড়েন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ব্যুরোর কর্মকর্তা অ্যানেল সিলাইন। এর আগে গত অক্টোবরে একই কারণে পদত্যাগ করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা জোস পল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.