11/22/2024 আর্থিক কারণে যুক্তরাষ্ট্রে জন্মহার কমেছে
মুনা নিউজ ডেস্ক
২৬ এপ্রিল ২০২৪ ১১:৩৪
পূর্বের বছরের তুলনায় গত বছর যুক্তরাষ্ট্রে শিশু জন্মের হার শতবছরের মধ্যে সবচেয়ে কম ছিল। করোনা মহামারির কারণে জন্মহার হ্রাসের দু’বছরের মাথায় আবারও তা কমার জন্যে বিশেষজ্ঞরা মন্দাকে দায়ী করছেন। গত বছর ৩৫ লাখ ৯০ হাজার শিশু জন্মেছে আমেরিকায়। ২০২২ সালের চেয়ে তা ৭৬ হাজার জন কম।
ফেডারেল রোগ নিয়ন্ত্রণ প্রশাসনের (সিডিসি) তথ্য অনুযায়ী, ১৫ থেকে ৪৪ বছর বয়সি মায়ের প্রতি হাজারে সন্তান ধারণ করেছেন ৫৪.৪%। অথচ ২০২০ সালে অর্থাৎ করোনার সময়েও এই হার ছিল ৫৬ শতাংশ।
২৫ এপ্রিল বৃহস্পতিবার সিডিসি থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছর ১৫ থেকে ১৯ বছর বয়সি তরুণীর সন্তান জন্মদানের হার ছিল প্রতি হাজারে ১৩.২ শতাংশ এবং এটি গত ৩২ বছরের মধ্যে সর্বনিম্ন। ১৯৯১ সালে এই বয়সি তরুণীর সন্তান ধারণ ও জন্মদানের হার ছিল প্রতি হাজারে ৭৯ শতাংশ এর কাছাকাছি।
সিডিসির বিশ্লেষণ অনুযায়ী, মায়েরা সন্তান ধারণে অনীহা প্রকাশ করছেন অর্থনৈতিক কারণে। এছাড়া ২০-২২ বছর বয়সি মায়ের চেয়ে ৩০-৩২ বছর বয়সি মায়ের মধ্যে সন্তান ধারণের প্রবণতা বেড়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.