11/25/2024 যুক্তরাষ্ট্র না থাকলে বিশ্বের নেতৃত্ব দেবে কে, প্রশ্ন বাইডেনের
মুনা নিউজ ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪ ১০:৩৭
প্রেসিডেন্ট জো বাইডেন প্রশ্ন রেখেছেন— যুক্তরাষ্ট্র বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরে আসলে, বিশ্বের নেতৃত্ব দেবে কে? মঙ্গলবার ফ্লোরিডায় এক নির্বাচনী প্রচারণা সভায় তিনি এই প্রশ্ন রাখেন। তাঁর মতে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরিয়ে আনতে চান। ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করেই এই প্রশ্ন করেন তিনি।
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে লড়তে হবে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বাইডেনের ভাষণ প্রকাশিত হয়েছে।
ফ্লোরিডার নির্বাচনী সমাবেশে বাইডেন বলেন, ‘বিষয়টি ভেবে দেখুন—যুক্তরাষ্ট্র যদি বিশ্বরাজনীতির মঞ্চ থেকে সরে আসে, তাহলে কে বিশ্বের নেতৃত্ব দেবে?’
বাইডেন বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক বৈঠকে, সেটা হোক জি-৭ বা জি-২০, যেখানে আমি অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে উপস্থিত থাকছি। সেখানে এখন একটি বিষয় ঘটছে, সব আন্তর্জাতিক বৈঠক থেকে বের হওয়ার আগে আক্ষরিক অর্থে প্রায় প্রত্যেকে আমার দিকে এগিয়ে আসছেন। তাঁরা আমাকে একপাশে একা পেতে অপেক্ষায় থাকেন এবং হাত ধরে বলেন, আপনাকে জিততে হবে।’ বাইডেন বলেন, ‘এটা আমার জন্য নয়, বরং আমার বিকল্প যিনি আছেন, সে জন্য।’
প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্ব নজর রাখছে। এই নির্বাচনে আমরা কীভাবে এগোচ্ছি, সেটা তারা দেখতে চায়। এটা ঠিক এ জন্যই নয় যে আমরা জিতব কি জিতব না, বরং কীভাবে আমরা এগোচ্ছি, সে জন্য।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.