11/22/2024 ভেনেজুয়েলায় স্বর্ণের খনি বন্ধ, ১০ হাজার শ্রমিক বহিস্কার
মুনা নিউজ ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪ ০৪:১৯
ভেনেজুয়েলা একটি অবৈধ স্বর্ণের খনি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে প্রায় ১০ হাজার শ্রমিককে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। ২৪ এপ্রিল মঙ্গলবার সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের জেনারেল ডোমিঙ্গো হার্নান্দেজ লারেজ একথা জানান। ফেব্রুয়ারিতে এই খনি ধসে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে।
তিনি এক্সের এক পোস্টে লিখেন, ভেনেজুয়েলার আমাজন অঞ্চলের বলিভার রাজ্যের বুল্লা লোকা খনিটি এখন ‘বন্ধ এবং খালি।’
তিনি অনলাইনে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে, অবৈধ খননের ফলে বিশাল গর্ত দেখা যাচ্ছে। একইসাথে লা প্যারাগুয়া ফরেস্ট রিজার্ভের অভ্যন্তরে খনির চারপাশের অনেক গাছ কেটে উজাড় করা হয়েছে।
উন্মুক্ত খনি গর্তটি ডুবে যাওয়ার পর ফেব্রুয়ারিতে উচ্ছেদ শুরু হয়। স্থানীয়রা বলছেন, সরকারী হিসেবে মৃতের সংখ্যা ১৬ জন হলেও প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।
এর আগে গত বছর পাশের অ্যামাজোনাস রাজ্যের ইয়াপাকানা ন্যাশনাল পার্ক থেকেও প্রায় ১৪ হাজার অবৈধ খনি শ্রমিককে উচ্ছেদ করা হয়েছে। যেখানে বিশাল এলাকা খনির কারণে বিধ্বস্ত হয়েছে।
পরিবেশবাদীরা এলাকায় পরিবেশ ধ্বংস (ইকোসাইড) এবং সুরক্ষা ছাড়াই দীর্ঘ সময় কাজে মগ্ন শিশুদের শোষণের নিন্দা করেছে।
কর্তৃপক্ষ বলেছে, অবৈধ খনি শ্রমিকরা গাছ উপড়ে ফেলেছে এবং পুড়িয়ে দিয়েছে। পানি দূষিত করে ও এই ভূগর্ভস্থ খনন কাজ পরিবেশ এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য ক্ষতিকর।
গত জুলাই মাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পরিবেশ ধ্বংস মোকাবেলায় সশস্ত্র বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। ।তিনি বলেছেন, ‘এরা দক্ষিণ আমেরিকার আমাজন এবং ভেনিজুয়েলা ধ্বংস করছে।’ -বাসস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.