11/22/2024 তাইওয়ানে একদিনে ২০০টির বেশি ভূমিকম্প অনুভূত
মুনা নিউজ ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪ ০৩:৩২
তাইওয়ানে ২০০টিরও বেশি ভূমিকম্প (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পও ছিল। ২২ এপ্রিল, সোমবার রাত থেকে শুরু করে ২৩ এপ্রিল, মঙ্গলবার ভোর পর্যন্ত এসব ভূমিকম্প তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে। এর ফলে দেশটির রাজধানী তাইপেইতের কিছু বিল্ডিং কেঁপে উঠেছিল বলে জানিয়েছে সেখানের আবহাওয়া প্রশাসন। খবর আল জাজিরা।
দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণেই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।
হুয়ালিয়েনের ফায়ার ডিপার্টমেন্ট মঙ্গলবার সকালের দিকে জানিয়েছে, একটি হোটেল যা ৩ এপ্রিলের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আর চালু করা হয়নি। সেটি আরো কিছুটা হেলে পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন অনুসারে, প্রথম শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৫.৫ মাত্রার। সোমবার বিকেল ৫টা ৮ মিনিটে এটি আঘাত হানে। এর পর মঙ্গলবার ভোর পর্যন্ত দফায় দফায় কম্পন অনুভূত হয়।
এর আগে গত ৩ এপ্রিল পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানে অন্তত ১৭ জন নিহত এবং আরো ৭০০ জনের বেশি আহত হয়। অন্তত ৭৭ জন টানেলের ভেতরে ও ধসে পড়া ভবনগুলোতে আটকা পড়ে। এ ভূমিকম্প অনুভূত হয় প্রতিবেশী চীন, ফিলিপাইন এবং জাপানেও। ওই সময় লোকজন কাজে যাচ্ছিল আর শিক্ষার্থীরা যাচ্ছিল স্কুলে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, তাইওয়ানের পূর্ব উপকূলে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে, উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ দশমিক ৫ কিলোমিটার গভীরে। টেলিভিশনে প্রদর্শিত ছবিগুলোতে বিপজ্জনকভাবে কাত হয়ে থাকা বেশ কয়েকটি ভবন দেখা গেছে। জনবিরল পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়।
এ সময় আবহাওয়া কর্মকর্তারা জানান, তাইপেতে এখনো পরাঘাত অনুভূত হচ্ছে। এ পর্যন্ত ২০০টিরও বেশি পরাঘাত রেকর্ড করা হয়েছে। তাইওয়ানের বিদ্যুৎ পরিচালনা কোম্পানি তাইপাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের সময় অনেক এলাকায় বিদ্যুৎ চলে গেলেও সরবরাহ আবার স্বাভাবিক হয়েছে। তাইওয়ানের দু’টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভূমিকম্পের কোনো প্রভাব পড়েনি।
দেশটির সরকারি বার্তা সংস্থা জানায়, ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২৪০০ জনের মৃত্যু হয়েছিল ও ৫০ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
কর্মকর্তারা বলছেন, গত ২৫ বছরের মধ্যে তাইওয়ানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি।
সূত্র : এএফপি ও সিএনএ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.