11/22/2024 ‘ন্যাপ এক্সপো ২০২৪’ উদ্বোধন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৪ ০৪:৩১
জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়ে 'ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান (ন্যাপ) এক্সপো ২০২৪' এবং 'বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি)' এর উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চার দিনব্যাপী এই সম্মেলনে ১০৪টি দেশের প্রতিনিধি, জলবায়ু বিশেষজ্ঞ, এনজিও কর্মী এবং নীতিনির্ধারকরা অংশগ্রহণ করছেন।
শেখ হাসিনা তার উদ্বোধনী ভাষণে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকির বিষয়ে সতর্ক করে বলেছেন, ‘আমাদের গ্রহটি এক ভয়াবহ সংকটের মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতোমধ্যেই বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে, এবং যদি আমরা এখনই পদক্ষেপ না নিই, তাহলে পরিণতি ভয়াবহ হবে।’
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। এই সম্মেলন বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য একটি নেতৃত্বমূলক ভূমিকা পালন করছে।
ন্যাপ এক্সপো একটি আন্তর্জাতিক ফোরাম যেখানে বিভিন্ন দেশ, সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীদাররা ন্যাপ প্রণয়ন এবং বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় করে থাকে।
এক্সপোতে উন্নয়নশীল দেশগুলোতে ন্যাপ প্রণয়ন এবং বাস্তবায়নের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ফাঁক এবং চাহিদা মোকাবেলায় প্রশিক্ষণ সেশনও থাকবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.