11/22/2024 ইরান থেকে ৯ বছর পর ওমরাহ করতে সৌদি আরব গেলেন ৮৫ জন
মুনা নিউজ ডেস্ক
২২ এপ্রিল ২০২৪ ০৪:২১
ওমরাহ পালন করতে ৯ বছর পর প্রথমবার সৌদি আরব গেলেন একদল ইরানি। ২২ এপ্রিল সোমবার ওমরাহকারীদের প্রথম দলটি সৌদি আরব পৌঁছায়। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। মূলত দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই যাত্রা।
ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে সৌদি আরব ইরানি হজযাত্রীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে তারপরও ইরানিরা সৌদি আরবে ওমরাহ পালন করতে পারছিলেন না। তেহরান জানিয়েছিল, টেকনিক্যাল সমস্যার কারণে এত দিন সৌদি আরবের সঙ্গে ফ্লাইট চালু করা সম্ভব হচ্ছিল না।
আট বছর আগে সৌদি আরবের শিয়া ধর্মগুরু নিমর বাকির আল-নিমরকে শিরশ্ছেদ করার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়। এরপর সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে ২০২৩ সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবারও চালু হয়।
সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগে ইরানিরা কেবল হজ পালন করতে পারতেন। তবে ওমরাহ পালন করতে পারতেন না। আজ সোমবার সকালে তেহরানের প্রধান বিমানবন্দর খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮৫ জন ওমরাহ যাত্রীকে বিদায় জানান ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.