11/24/2024 যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ইউক্রেইন-ইসরায়েল সহায়তা প্যাকেজ পাস
মুনা নিউজডেস্ক
২০ এপ্রিল ২০২৪ ১৬:২৬
আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষ সেনেটে প্যাকেজগুলো পাঠানো হবে এবং সেখানে অনুমোদন পেলে সেগুলো যাবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে শনিবার ইউক্রেইন ও ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদানের দুইটি প্যাকেজ অনুমোদন পেয়েছে।
আগে ইউক্রেইনকে দেওয়ার জন্য ৬০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজটি ৩১১-১১২ ভোট পাস হয়।
ইউক্রেইনের জন্য এটি দারুণ গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। রাশিয়া বিরুদ্ধে নিজেদের প্রতিরোধ লড়াই জারি রাখতে যুক্তরাষ্ট্রের এ সামরিক সহায়তা তাদের ভীষণভাবে প্রয়োজন ছিল এবং গত কয়েক সপ্তাহ ধরে কিইভ থেকে বার বার সাহায্য কামনা করা হচ্ছিল।
আগামী কয়েক দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষ সেনেটে প্যাকেজটি পাঠানো হবে এবং সেখানে অনুমোদন পেলে সেটি যাবে প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। বাইডেন সই করলেই সেটি আইনে পরিণত হবে।
বাইডেন আগেই বলেছেন, তিনি ওই সহায়তা প্যাকেজে সই করতে মুখিয়ে আছেন।
বিবিসি জানায়, ইউক্রেইনকে সমারিক সহায়তা প্যাকেজ অনুমোদন পাওয়ার পর প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য ২৬ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজও পাস হয়।
এই প্যাকেজে সামরিক সহায়তার পাশপাশি পুনরায় আকাশ সুরক্ষা ব্যবস্থা পাঠানো এবং মানবিক ত্রাণ সহায়তার কথাও উল্লেখ আছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.