11/23/2024 সোমালি দস্যুদের মুক্তিপণ দেয়ার বিরুদ্ধে ইইউর হুঁশিয়ারি
মুনা নিউজডেস্ক
২০ এপ্রিল ২০২৪ ১৬:২৩
সোমালি জলদস্যুদের মুক্তিপণ দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলেছে, মুক্তিপণ দেয়ার ফলে ভারত মহাসাগর ও এডেন উপসাগরে জাহাজ ছিনতাইয়ের ঘটনা আরো বাড়তে পারে। এ ঘটনায় তারা কড়া হুঁশিয়ারিও উচ্চারণ করেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অল আফ্রিকার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
শুক্রবার অল আফ্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে ২৩ নাবিকসহ বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহকে জলদস্যুদের কবল থেকে মুক্ত করে বাংলাদেশীসংশ্লিষ্ট কোম্পানি। এমন প্রেক্ষাপটে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.