11/24/2024 ১৪০তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো বার্বাডোস
মুনা নিউজডেস্ক
২০ এপ্রিল ২০২৪ ১৬:১৮
আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস। ক্যারিবীয় অঞ্চলের ১১তম দেশ হিসেবে তারা এ স্বীকৃতি দিয়েছে।
এ নিয়ে জাতিসঙ্ঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪০টি এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে।
বার্বাডোসের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী কেরি সিমন্ডস জানান, দেশটির মন্ত্রিসভা মনে করে যে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক স্বীকৃতি দেয়ার সময় এসেছে। বার্বাডোস সর্বদা জাতিসঙ্ঘের নীতি মেনে চলে।
তিনি বলেন, ‘আমরা মনে করি, চলমান সঙ্ঘাত নিরসনে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান হওয়া উচিত।’ আমরা মুখে একটি দ্বি-রাষ্ট্র সমাধান দেখতে চাওয়ার কথা বললেও হাস্যকরভাবে বার্বাডোস নিজেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি। আমরা যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেই তবে আমরা কিভাবে বলতে পারি যে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান চাই?’
বার্বাডোসের নীতির আলোকেই ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানান কেরি সিমন্ডস। তবে সিদ্ধান্তটি ইসরাইলের সাথে বার্বাডোসের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.