11/23/2024 পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা
মুনা নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪ ০৭:৪১
পাকিস্তানের করাচিতে জাপানি নাগরিকদের গাড়িকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী বোমা হামলা করেছে এক সশস্ত্র বাহিনীর সদস্য। ১৯ এপ্রিল শুক্রবার আত্মঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন পাঁচ জাপানি নাগরিক। হামলাকারীর সঙ্গে থাকা এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে পুলিশ।
দিনদিন জঙ্গি সহিংসতা বেড়ে চলেছে পাকিস্তানে। কয়েকদিন আগেও চীনা অভিবাসীদের ওপর ঘন ঘন হামলা করা হয়েছে।
করাচি পুলিশের মুখপাত্র আবরার হুসেইন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত হামলা ছিল। এই পাঁচ জাপানি কর্মকর্তা তাদের রুটিন অনুযায়ী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে যাচ্ছিলেন। আত্মঘাতী বোমা হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটাতে গিয়ে মারা যায় এবং দ্বিতীয়জন ক্রসফায়ারে নিহত হয়।’
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিমাসনা হায়াশী বলেন, ‘একজন জাপানি নাগরিক নিশ্চিতভাবে আহত হয়েছেন। এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তানে বসবাসরত জাপানি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে জাপান।’
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক পথচারী ও নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।
আত্মঘাতী হামলায় পাঁচ শ্রমিক নিহত হওয়ার পর মার্চে বেইজিং–সংশ্লিষ্ট প্রকল্পে কর্মরত চীনা প্রকৌশলীদের নিরাপত্তা জোরদার করে পাকিস্তান। চীনা বিনিয়োগের মূল ভিত্তি হিসেবে বিবেচিত পাকিস্তানের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে গোয়াদর বন্দরের কার্যালয়ে হামলা চালানোর চেষ্টাকালে নিরাপত্তা বাহিনী অন্তত সাত জঙ্গিকে হত্যা করার কয়েকদিন পর এ হামলা চালানো হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে বিভিন্ন প্রকল্পে শত শত কোটি ডলার ঢেলেছে বেইজিং। কিন্তু এতে বেলুচিস্তান প্রদেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং চীনা নাগরিকেরা প্রায়ই হামলার শিকার হচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.