11/23/2024 পাকিস্তানি ব্যাংক অধিগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশি ব্যাংক
মুনা নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪ ০৫:৫০
বেসরকারি ব্যাংক ‘ব্যাংক এশিয়া’ পাকিস্তান ভিত্তিক ব্যাংক আল ফালাহর বাংলাদেশ শাখা অধিগ্রহণ করতে যাচ্ছে। ব্যাংক এশিয়া কর্তৃপক্ষ ইতোপূর্বে এ বিষয়ে প্রস্তাব দিয়েছিল।
১৭ এপ্রিল বুধবার পাকিস্তান স্টক এক্সচেঞ্জ ও দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ব্যাংক আলফালাহর বোর্ড অব ডিরেক্টর্স বাংলাদেশে তাদের সম্পদ ও দায়-দেনা ব্যাংক এশিয়ার কাছে হস্তান্তরের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।
ব্যাংক এশিয়া বাংলাদেশে ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। এর আগে ব্যাংকটি কানাডা ভিত্তিক নোভা স্কোশিয়া এবং পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ শাখা অধিগ্রহণ করেছিল। তৃতীয়বারের মতো ব্যাংক এশিয়া কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখা অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর.কে হুসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি মূল্য সংবেদনশীল হওয়ায় এখনই তারা এ ব্যাপারে কিছু বলতে পারছেন না। পরবর্তীতে তারা গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।
অন্যদিকে, পাকিস্তান স্টক এক্সচেঞ্জে দেয়া বিবৃতিতে ব্যাংক আল ফালাহ জানিয়েছে, বাংলাদেশে তাদের কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে হস্তান্তর প্রক্রিয়া সংশ্লিষ্ট আইন ও প্রবিধান মেনেই সম্পন্ন হবে। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যাংক আল ফালাহ এখন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, স্টেট ব্যাংক অব পাকিস্তানের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.