11/22/2024 পেন্টাগনে বিস্ফোরণের ভুয়া ছবি ভাইরাল
মুনা নিউজ ডেস্ক
২৩ মে ২০২৩ ০৮:২১
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে বিস্ফোরণের একটি ভুয়া ছবি টুইটারে ভাইরাল হয়। পরবর্তীতে ছবিটি বিভিন্ন সোসাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ।
গতকাল ২২ মে, সোমবার এ ঘটনা ঘটে। ভুয়া ছবিটি ভাইরাল হওয়ার প্রভাব শেয়ারবাজারে পর্যন্ত পড়ে। অনেক পর্যবেক্ষকের সন্দেহ, ভুয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।
জেনারেটিভ এআই প্রযুক্তি কয়েক মুহূর্তের মধ্যে এ ধরনের বিশ্বাসযোগ্য ছবি তৈরি করতে পারে। ছবিটি বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির জেরে জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বলা হচ্ছে, জেনারেটিভ এআই সমাজের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। ছবিটি ছড়িয়ে পড়লে এ বিষয়ে মন্তব্য করতে বাধ্য হয় পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়, এমন কোনো বিস্ফোরণের ঘটনা পেন্টাগনে ঘটেনি।
পেন্টাগনের এক মুখপাত্র বলেন, ‘আমরা নিশ্চিত করতে পারি যে এটা একটা মিথ্যা খবর। পেন্টাগনে হামলা হয়নি।’
স্থানীয় ফায়ার বিভাগও এই ভুয়া ছবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ফায়ার বিভাগ বলেছে, পেন্টাগন বা তার কাছাকাছি এলাকায় কোনো বিস্ফোরণ ঘটেনি।
আগেও এমন ভুয়া ছবি অনলাইনে ছড়িয়েছে, যার মধ্যে একটি ছিল, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার হয়েছেন।
সূত্র : স্নোপস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.