11/22/2024 ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের স্থপতি তাবাসসুম
মুনা ডেস্ক নিউজ
১৮ এপ্রিল ২০২৪ ০৭:০০
বাংলাদেশের খ্যাতনামা স্থপতি মেরিনা তাবাসসুম। বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় সেরা উদ্ভাবক ক্যাটাগরিতে স্থান পেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক টাইম ম্যাগাজিনের বাৎসরিক তালিকায় তার নাম প্রকাশ পায়। মঙ্গলবার ২০২৪ সালের এই তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি।
টাইম ম্যাগাজিনে অ্যামেরিকান স্থপতি সারাহ হোয়াইটিং তাবাসসুমকে ‘নিঃস্বার্থ স্থপতি’ উল্লেখ করে লিখেছেন, তাবাসসুমের নকশা করা ভবনগুলোর মাঝেও তার স্বার্থহীনতার পরিচয় দেখা যায়। পৃথিবীর সম্পদে ভাগ বসানো প্রাণিকুলের অংশ হিসেবে তিনি তার নিজের সৃষ্টির প্রতি যত্নশীল।
আগা খান পুরস্কারপ্রাপ্ত ঢাকার বাইত উর রউফ মসজিদ নিয়ে তাবাসসুম নিজে বলেছেন, কৃত্রিম কোনো সাহায্য ছাড়াই একটা ভবনকে শ্বাস-প্রশ্বাস নিতে দিতে হবে। আবহাওয়ার পরিবর্তনের কারণে বন্যা ঝুঁকি বাড়তে থাকা একটি দেশে তিনি এমন সব বাড়ির নকশা করেছেন যেগুলো কম খরচে নির্মাণ করা যায় ও সহজে সরিয়ে ফেলা যায়।
বাইত উর রউফ ছাড়াও বাংলাদেশের স্বাধীনতা জাদুঘর ও স্বাধীনতা স্তম্ভ মেরিনা তাবাসসুমের উল্লেখযোগ্য কীর্তি। আগা খান পুরস্কার ছাড়াও ২০২১ সালে সোন পুরস্কারের জন্য মনোনীত হন এই স্থপতি।
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় এবারে জায়গা করে নিয়েছেন এনএফএল সুপারস্টার প্যাট্রিক মাহোমস, অ্যানিমেটর হায়াও মিয়াজাকি, ফরমুলা ওয়ান ড্রাইভার ম্যাক্স ভেরস্টাপেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই, ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাট ও ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.