11/23/2024 উস্কানির মাধ্যমে সমগ্র অঞ্চলে সংঘাত ছড়ানোর চেষ্টা করছে ইসরায়েল : এরদোয়ান
মুনা নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪ ০৫:৫০
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, উস্কানিমূলক কাজের মাধ্যমে সমগ্র অঞ্চলে সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করার জন্য ইসরায়েলের সমালোচনা করেছেন। পাশাপাশি তেল আবিবের উস্কানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানাতে অস্বীকার করার জন্য পশ্চিমা দেশগুলোকেও তাদের ভণ্ডামির জন্য দায়ী করেছেন।
১৬ এপ্রিল, মঙ্গলবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন এরদোয়ান। সে সময় তিনি ইসরায়েলে ইরানের হামলার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রশাসনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ‘১৪ এপ্রিলের হামলার জন্য প্রধানত নেতানিয়াহু এবং তার রক্তাক্ত প্রশাসন দায়ী। কিন্তু পশ্চিমা শক্তিগুলো এই সত্যটি স্বীকার করতে চায় না।'
তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ‘গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সরকার এই অঞ্চলে আগুন জ্বালানোর জন্য উস্কানিমূলক পদক্ষেপ নিচ্ছে। তারা ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা করেছে।'
তিনি আরও বলেছেন, ‘সে সময় কনস্যুলেটে ইসরায়েলি হামলার বিরুদ্ধে অনেকেই নিন্দা জানায়নি। অথচ তারা এখন ইরানের প্রতিক্রিয়ার নিন্দা করতে দৌড়াচ্ছে। পশ্চিমা দেশগুলোর উচিত নেতানিয়াহুর নিন্দা ও সমালোচনা করা। এই লোক নারী, শিশু এবং সাংবাদিকসহ ৩৪ হাজার ফিলিস্তিনি হত্যার জন্য দায়ী।'
তিনি যোগ করেছেন,’আগুনে ঘি দেওয়া ছাড়া নেতানিয়াহু প্রশাসন কারো কোনো উপকার করবে না। গাজায় নিপীড়ন ও গণহত্যা শেষ না হওয়া পর্যন্ত এই অঞ্চলে নতুন উত্তেজনা শুরু হতে পারে।'
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে।
সূত্র: ডেইলি সাবাহ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.