11/23/2024 ইন্তেকাল করলেন ৪০ বছর ধরে হজযাত্রীদের বিনামূল্যে খাদ্য বিতরণকারী বৃদ্ধ আবু আল-সাবা
মুনা নিউজ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪ ০৫:৪৬
মদিনার রাস্তায় বিনামূল্যে চা, কফি ও খেজুর বিতরণ করে দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে হজ ও ওমরাহকারীদের সেবা করে আসছিলেন সিরীয় বংশোদ্ভূত শায়েখ ইসমাইল আল জাইম আবু আল সাবা। সম্প্রতি ৯৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। খবর কাশ্মির টুডে।
শেষ বিচারের দিনে রাসূলুল্লাহর (স.) দেওয়া হাউজে কাউসারের পানি পান করার আশায় তিনি এই সেবা করে আসছিলেন। মদিনার নাম উচ্চারণ করলেই শায়েখ ইসমাইলের মুখ ভেসে ওঠে। হজ ও ওমরাহকারীদের কাছে তিনি ছিলেন একজন পরিচিত মুখ।
সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তার সেবার কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। অনলাইনে তার অসংখ্য ভিডিও ও ছবি দেখা যায় যেখানে তিনি মদিনার রাস্তায় বসে হজ ও ওমরাহকারীদের খেজুর, চা ও কফি বিতরণ করছেন। রমজান মাসে রোজাদারদের জন্য তিনি ইফতারেরও ব্যবস্থা করতেন। তার এ কাজে সহায়তা করেন তার ছেলেরাও।
শায়েখ ইসমাইল কখনোই কোন বিনিময় গ্রহণ করতেন না। পথচারী ও হজ-ওমরাহকারীদের সাহায্য করতে তিনি আনন্দ পেতেন। একবার এক সাক্ষাৎকরে তিনি বলেন, রাসুলুল্লাহর (স.) জন্যই আমি এ কাজ করছি, যেন কেয়ামতের দিন তিনি আমাকে হাউজে কাউসারের পানি পান করান।
ইসলামে যে কয়টি স্থানকে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়, তার মধ্যে অন্যতম মদিনা। মহানবী (স.) তার জীবনের বেশকিছু সময় এখানে অতিবাহিত করেন এবং মৃত্যুর পর রাসুলকে (স.) সেখানেই দাফন করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.