11/23/2024 কুয়েত-কাতারের যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা নিষিদ্ধ
মুনা নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪ ১১:৪৩
কুয়েত ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং দেশ দুটির আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া চলবে না- এমন সিদ্ধান্ত নিয়েছে কুয়েত ও কাতারের সরকার। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জেরে এ বিষয়টি এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়েও দিয়েছে তারা।
শনিবার (১৩ এপ্রিল) রাতে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালায় ইরান। তার আগেই কুয়েত-কাতার জানিয়ে দিয়েছিল, তাদের দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি থেকে ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না যুক্তরাষ্ট্র।
কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি এবং আহমেদ আল জাবের বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর সামরিক বিমান রয়েছে। অন্যদিকে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি হলো পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি।
গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় দুই জেনারেলসহ ১৩ জন নিহত হন। এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল ইরান। অবশেষে শনিবার রাতে প্রতিশ্রুত সেই হামলা চালায় তেহরান। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা।
যুক্তরাষ্ট্র শুরু থেকেই বলে এসেছে, ইরান আক্রমণ করলে ইসরায়েলকে ‘লৌহবর্মের’ মতো সমর্থন দিয়ে যাবে তারা। শনিবার ইরানের হামলা শুরু হলেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেসময়ও ইসরায়েলের প্রতি তার অকুণ্ঠ সমর্থনের কথা জানান তিনি।
ইরান অবশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছে, এটি ইরান ও ইসরায়েলের মধ্যকার বিষয়। যুক্তরাষ্ট্র যেন এ নিয়ে নাক না গলায়। তা না হলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.