11/23/2024 যুক্তরাষ্ট্রে ৭ দিনের সফর শেষ করলেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা
মুনা নিউজ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪ ১০:৫৭
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও তার যুক্তরাষ্ট্রের সাত দিনের সফর শেষ করেছেন।
কিশিদা গত বুধবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা ও মহাকাশের মতো বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সম্মত হন।
বৃহস্পতিবার কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন কিশিদা। তিনি জোর দিয়ে বলেন যে স্বাধীনতা ও গণতন্ত্রের ভিত্তিতে বৈশ্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য জাপান আরও বেশি দায়িত্ব বহন করবে।
এর বাইরে, যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনেও যোগ দেন প্রধানমন্ত্রী। এতে, দক্ষিণ ও পূর্ব চীন সাগরে চীনের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন তিন নেতা।
কিশিদা এরপর উত্তর ক্যারোলিনায় অবস্থিত টয়োটা ও হোন্ডার গাড়ি কারখানা পরিদর্শন করেন।
তিনি যুক্তরাষ্ট্র ত্যাগের আগে সাংবাদিকদের বলেন তার ভাষ্যমতে, অংশীদার হিসাবে জাপান ও যুক্তরাষ্ট্র ঠিক কোন ধরনের ভবিষ্যত, পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করতে যাচ্ছে, সেসংক্রান্ত একটি বার্তা তিনি কংগ্রেস, জনগণ এবং বিশ্বের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.