11/25/2024 ব্রিটিশ মুসলিমরা বেশি দানশীল : সমীক্ষা
মুনা নিউজ ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪ ১১:০৪
সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাজ্যে বসবাসকারী মুসলমানরা দেশটির অন্য যেকোনো ধর্মীয় সম্প্রদায়ের চেয়ে বেশি দান করে থাকে।
ব্লু স্টেট পরিচালিত ‘ব্রিটিশ মুসলিম গিভিং বিহেভিয়ার্স’ শিরোনামের সমীক্ষায় দেখা গেছে, মুসলিম সম্প্রদায় ব্রিটিশ জনসংখ্যার বাকি অংশের অনুদানের তুলনায় চার গুণ বেশি দান করেছে।
অতিরিক্ত বয়সে ব্রিটিশ মুসলমানরা গত ১২ মাসে ৭০৮ পাউন্ড দান করেছেন। আর অন্যান্য ধর্মাবলম্বীরা দান করেছে মাত্র ১৬৫ পাউন্ড।
যুক্তরাজ্যের মুসলমানদের অনুদান কোথায় যায়, এ বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রদত্ত অন্তত ৬১ শতাংশ দান ইসলামী সংস্থাগুলোতে যায়। তার অন্তত ১৪ শতাংশ যায় ধর্মনিরপেক্ষ সংস্থাগুলোতে।
সমীক্ষায় আরো বলা হয়েছে, যুক্তরাজ্যের চারজনের মধ্যে তিনজন মুসলমান ইতোমধ্যেই গাজার লোকদের সহায়তায় দান করেছেন। এছাড়া আরো ৬৭ শতাংশ মুসলিম দান করার পরিকল্পনা করছেন।
যুক্তরাজ্যে বিদ্যমান অর্থনৈতিক সঙ্কট থাকা সত্ত্বেও সেখানকার ৪৯ শতাংশ মুসলমান পরবর্তী ১২ মাসে তাদের দাতব্য দান বৃদ্ধি করতে ইচ্ছুক।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.