11/23/2024 গাজায় ‘ভুল’ করছেন নেতানিয়াহু : বাইডেন
মুনা নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৪ ০২:৫৯
প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তিনি বিশ্বাস করেন গাজা পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে ‘ভুল’ করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ৯ এপ্রিল, মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বাইডেন এ কথা বলেন।
১০ এপ্রিল, বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, ইউএস স্প্যানিশ ভাষার টিভি নেটওয়ার্ক ইউনিভিশনকে সাক্ষাৎকার দেয়ার সময় বাইডেন বলেন, আমি মনে করি তিনি যা করছেন তা ভুল। আমি তার চিন্তা ভাবনার সঙ্গে একমত হতে পারছি না। পরবর্তী ছয় থেকে আট সপ্তাহের জন্য গাজার বাসিন্দাদের খাবার ও ওষুধ সরবরাহ করা প্রয়োজন।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমি ইসরাইলিদের প্রতি আহ্বান করছি তারা যুদ্ধবিরতি চুক্তি করুক। পরবর্তী ছয় থেকে আট সপ্তাহের জন্য গাজায় খাদ্য ও ওষুধের পুরোপুরি সরবরাহ নিশ্চিত করুক।
এর আগে প্রেসিডেন্ট বলেছেন, হামাসেরও উচিত যুদ্ধ বন্ধ করা এবং বাকি জিম্মিদের মুক্তি দেয়া।
গত সপ্তাহে বাইডেন ইসরাইলকে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র আর তাদের সমর্থন করবে কিনা তা নির্ভর করছে গাজায় তারা ত্রাণ সরবরাহ করার অনুমতি দিচ্ছে কিনা তার ওপর।
তবে ইসরাইল গাজায় ত্রাণ প্রবেশ বা এর বিতরণে বাধা দেয়ার বিষয়টি অস্বীকার করেছে এবং ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাতে জাতিসংঘের সংস্থাগুলি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে।
এদিকে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চললেও এখনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি মধ্যস্থতাকারী দেশগুলো।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.