11/22/2024 যুক্তরাষ্ট্রে উচ্চগতির রেল নির্মাণ করবে জাপান
মুনা নিউজ ডেস্ক
১০ এপ্রিল ২০২৪ ০২:৫০
জাপানের সহায়তায় যুক্তরাষ্ট্রে উচ্চগতির রেল নির্মাণ করতে চায় বাইডেন প্রশাসন। চলতি সপ্তাহে ওয়াশিংটনে জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট জো বাইডেন বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকান সূত্র রয়টার্সকে জানিয়েছে, ১০ এপ্রিল বুধবার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বাইডেন ও কিশিদার মধ্যে। এর পরই দুই নেতা আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা দেবেন। এ ছাড়া, জাপানি প্রতিষ্ঠান নিপ্পন স্টিল কর্তৃক ইউএস স্টিল কিনে নেওয়ার যে পরিকল্পনা চলছে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
বিগত ৯ বছরের মধ্যে এই প্রথম কোনো জাপানি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। বিশ্লেষকেরা বলছেন, এই সফর দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও নিরাপত্তাসংক্রান্ত নৈকট্য আরও ঘনিষ্ঠ করে তুলবে।
মূলত টেক্সাসের ডালাস থেকে হিউস্টন পর্যন্ত প্রায় ২৪০ কিলোমিটার দীর্ঘ উচ্চগতির রেল প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বাইডেন ও কিশিদার বৈঠকে। দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বৈঠক শেষে যৌথ বিবৃতিও আসতে পারে এ বিষয়ে।
তবে বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এই প্রকল্প এখনো সেই পর্যায়ে যায়নি, যে পর্যায়ে গেলে দুই দেশের নেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে পারেন। এ ছাড়া যে সূত্রগুলো রয়টার্সের সঙ্গে কথা বলেছে, তারা সবাই জানিয়েছে, এ বিষয়ে সফরের আগে চূড়ান্ত চুক্তির বিষয়াদি পরিবর্তিত হতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.