11/22/2024 কবি ও কবিতা - মতিউর রহমান মল্লিক
মুনা নিউজ ডেস্ক
২২ মে ২০২৩ ০৮:৩৫
কবি ও কবিতা - মতিউর রহমান মল্লিক
কবিতার শব্দ কি সব
অঙ্গ কি তার অমোঘ বিষয়
কবিতার সংজ্ঞা কেবল সন্নিহিত
শরীরের শিল্পকলাই
কবিতার দেহের জন্য
কবি কি দীপ্র মেধার
এতোকাল সবকিছু কি বাইরে থাকে?
কবি কি অলংকারের স্বর্ণঈগল
উপমার জালের ভেতর পালক ঝরায়
এবং সে তার ইচ্ছে মতো দেয় না উড়াল দিগন্তরে
কবি কি ডুব দেবে না
ভাবের স্বচ্ছ্ব সম্ভাবনায়
শিকড়পন্থী মহান মানুষ
তৃপ্ত রবেই ডালপালাতেই?
নারী কি শুধুই নারী কবির নিকট
নদী কি শুধুই নদী
কবিতার স্বভাব কি তার অঙ্গে বিভোর
নাকি এক হৃদয় আছে
কবিতার গহীন ভেতর।
একজন ফুটবলের কথা
সময়ের লাথি খেতে খেতে
সে এক নিষ্পেষিত ফুটবল
ঢুকে গেলো সকালের অফিসে
নির্দিষ্ট ভেতরে
তারপর নির্বাচিত খেলোয়াড়েরা
নির্ঘাত খেলে গেলো সর্বান্ত অবধি
প্রর্তেকের পাও ঘুরে ঘুরে
সেই যে ফুটবল নিয়মিত প্রেসে যায়
কোথায় প্রুফ
পরকীয়া শব্দ নিয়ে জপছে এক
রুদ্ধদ্বার সাধক।
পথে নামতেই খেলে তাকে অনিয়ম
খেলে তাকে ক্ষুধার্ত রেলপথ পাথরের সুঁই
নিষ্পিষ্ট স্মৃতি অনিশ্চিত যাত্রা
খেলে তাকে দুপুরের অতন্দ্র অন্ধকার
আর কূটগূঢ় বৈঠকের লাথি
তারে ফেলে দেয় গিফারির মাঠে
তারপর খেলে তাকে শৃগালের লেজ
গোখরার ফণা।
সে এক জর্জরিত ফুটবল
বাজারের লাথি খেয়ে খেয়ে
থলে ভরে দুঃখ নিয়ে ফিরে যায় ‘ভাড়ায়’
ফিরে যায় চুক্তিবদ্ধ চতুর্থ তলায়
তারপর খেলে তাকে
চারকোটি অভিযোগ
খেল তাকে দুর্বিনীত মাসের খরচ
খেলে তাকে দীর্ঘরাত্রির
এক জেগে থাকা।
এই যে নিগৃহীত ফুটবল
সেও একদা মানুষ ছিলো
কিংবা অপরাজিত মানুষের অনুপ্রেরণার মতোন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.