11/22/2024 যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর বুধবার
মুনা নিউজ ডেস্ক
৯ এপ্রিল ২০২৪ ০৪:০৪
আগামী ১০ এপ্রিল, বুধবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে ঈদুল ফিতর। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে দুই দফায় দুইটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
নানা মতভেদের কারণে যুক্তরাষ্ট্রে গত ১১ ও ১২ মার্চ থেকে রোজা শুরু করেছিল প্রবাসীরা। যার ১১ মার্চ থেকে রোজা শুরু করেছেন তাদের ৩০ রোজা পূর্ণ হয়েছে মঙ্গলবার। আগামীকাল ১০ এপ্রিল, বুধবার অধিকাংশ এলাকাতেই পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারগুলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশি পরিচালিত বিভিন্ন মসজিদে ২ দফায় দুইটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয়।
গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে প্রায় দুদিনে ঈদের জামাত হতো। এবারের কিছু ব্যতিক্রম থাকলেও তেমন কোন বিভ্রান্তি হবে না বলে জানিয়েছেন বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারের কর্মকর্তারা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.