11/22/2024 সিনেটর বার্নি স্যান্ডার্সের কার্যালয়ের দরজায় আগুন, গ্রেফতার ১
মুনা নিউজ ডেস্ক
৮ এপ্রিল ২০২৪ ০৭:৪০
ভারমন্ট স্টেটের বার্লিংটনে সিনেটর বার্নি স্যান্ডার্সের কার্যালয়ের বাইরে আগুন লাগানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ এপ্রিল, রবিবার স্টেট অ্যাটর্নির কার্যালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, ৫ এপ্রিল শুক্রবার বার্লিংটনের ডাউনটাউন ভবনে প্রবেশ করেন ৩৫ বছর বয়সী শান্ত সোঘোমোনিয়ান। তিনি সরাসরি তৃতীয় তলায় স্যান্ডার্সের কার্যালয়ে যান। নিরাপত্তা ক্যামেরার রেকর্ডে দেখা গেছে, স্যান্ডার্সের কার্যালয়ের দরজার কাছে একটি তরল স্প্রে করে এটিতে আগুন ধরিয়ে দেন তিনি। আগুন দিয়েই সোঘোমোনিয়ান সিড়ি দিয়ে নামতে থাকার সঙ্গে সঙ্গে একাধিক ফ্লোরে আগুন ছড়িয়ে পরে।
কার্যালয়ের ভিতরে বেশ কয়েকজন লোক ছিল কিন্তু কেউ আহত হয়নি। অবশ্য দরজা ও আশেপাশের এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গ্রেফতার সোঘোমোনিয়ানের কোনও আইনজীবী আছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তার কোনও মন্তব্যও জানা যায়নি।
স্বতন্ত্র সিনেটর হিসেবে স্যান্ডার্স উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ভার্মন্টের প্রতিনিধিত্বকারী মার্কিন সেনেটে দীর্ঘকাল ধরে দায়িত্ব পালন করছেন। অবশ্য ২০১৬ ও ২০২০ সালে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.