11/22/2024 বাংলাদেশে সেতুর পিলারে ধাক্কা লেগে কার্গো জাহাজ ডুবে ২ জন নিখোঁজ
মুনা নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৪ ০৬:৫৭
বাংলাদেশের খুলনা বিভাগের রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের দুজন নিখোঁজ হয়েছেন। ৭ এপ্রিল রোববার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুজন হলেন, বাবুর্চি কালাম ও গ্রিজার শাখায়েত। রুপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. নুরুল ইসলাম জানান, খবর পেয়ে নৌ পুলিশ, রূপসা থানা-পুলিশ ও কোস্টগার্ডের পৃথক তিনটি টিম নৌযান নিয়ে রূপসা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছে। নদীতে জোয়ার থাকায় ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। এ ছাড়া তল্লাশি চালিয়ে নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. হাসান বলেন, ‘দুপুর ১২টার দিকে নদীর পাশে আমি বসে ছিলাম। এ সময় হঠাৎ করে দেখি একটি জাহাজ রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। কিছু মানুষ সাঁতরে উঠলেও শুনেছি দুজন নিখোঁজ রয়েছে।’
জাহাজের ইঞ্জিনের দায়িত্বে থাকা মো. রাজিব বলেন, ‘ইঞ্জিন হঠাৎ করে বিকল হয়ে যায়। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। আমাদের দুজন নিখোঁজ রয়েছেন।’
টিএলএন-১ কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ হয়।
তিনি জানান, কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি সার বোঝাই করে তাঁরা নওয়াপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে রেলসেতুর পিলারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.