11/22/2024 সোনার নতুন দাম নির্ধারন, ভরি ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা
মুনা নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৪ ১০:৫৬
বাংলাদেশের বাজারে আরেক দফায় বাড়ছে সোনার দাম। এ দফায় প্রতি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হচ্ছে। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। এটিই হবে দেশের বাজারে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম। আগামীকাল রোববার থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ২১ মার্চ দেশের বাজারে সোনার মূল্যবৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তখন ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা বাড়ানো হয়। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এত দিন দেশে এটিই সোনার সর্বোচ্চ দাম ছিল।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল রোববার থেকে হল–মার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ৭৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ১ হাজার ৬৯২ টাকা বেড়ে বিক্রি হবে ১ লাখ ১০ হাজার ৫৭৫ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেট মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বাড়ানো হয়েছে। তাতে এই মানের সোনার নতুন দাম হবে ভরিপ্রতি ৯৪ হাজার ৭৭০ টাকা। আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বেড়ে ৭৮ হাজার ৯৬৫ টাকা হবে।
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি।
দাম কমানোর আগে আজ শনিবার পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকায়, ২১ ক্যারেটের সোনা ১ লাখ ৮ হাজার ৮৮৩ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ৯৩ হাজার ৩১২ টাকায় ও সনাতন পদ্ধতির সোনা ৭৭ হাজার ৭৯৯ টাকায় বিক্রি হয়েছে।
গত বছর অর্থাৎ ২০২৩ সালে দেশের বাজারে সোনার দাম বেশ কয়েক দফায় বেড়েছিল। বছরের মাঝাঝি সময়ে প্রথমবারের মতো ভালো মানের প্রতি ভরি সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.