11/25/2024 অভিবাসীরা মানুষ নয়, তারা পশু : ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৪ এপ্রিল ২০২৪ ১০:২৮
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের নিয়ে অনেক ধরনের বাজে মন্তব্য করে আসছেন। এবার মিশিগান ও উইসকনসিনের নির্বাচনী প্রচারণায় গিয়ে তাদের গালামন্দ করেছেন ৭৭ বছরের এই রিপাবলিকান প্রার্থী।
গত মঙ্গলবার মিশিগানে প্রচার সমাবেশের আয়োজন করা হয়। এতে দেওয়া বক্তব্যে ট্রাম্প অবৈধ অভিবাসীদের ‘পশু’ ও ‘অমানুষ’ বলে মন্তব্য করেন। শুধু তাই বলে ক্ষান্ত হননি, অভিবাসীদের আমেরিকায় থাকার ‘অযোগ্য’ বলেও নিজের অভিমত প্রকাশ করেছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প কড়া নিরাপত্তায় ওই প্রচারসভায় অংশ নেন। তিনি কয়েকটি মামলার কথা উল্লেখ করে এসব অপরাধে অভিবাসীদের জড়িত থাকার ইঙ্গিত করেন। তিনি বলেন, ৫ নভেম্বরের ভোটে তাকে বিজয়ী না করলে যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে।
এরপর উইসকনসিনের গ্রিন বে এলাকায় আরেক প্রচারসভায় বক্তব্য দেন ট্রাম্প। তিনি সেখানেও কয়েকটি মামলার বিষয় উল্লেখ করে অভিবাসীদের নিয়ে কটু কথা বলেন।
ট্রাম্প বলেন, জর্জিয়ার এক শিক্ষার্থী খুনের পেছনে জড়িত ভেনেজুয়েলার এক অভিবাসী। তিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছেন।
তিনি আরও বলেন, কিছু অভিবাসী আছে যারা পুরোপুরি মানুষ না। তাদের পশু বলে ডাকতে ডেমোক্র্যাটরা নিষেধ করে। তারা তাদের মানুষ বলে। আমি বলি, এসব অভিবাসীরা মানুষ নয়। তারা পশু।’
ট্রাম্প গত নির্বাচনের প্রচারেও অভিবাসীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। এবারও তিনি অনুরূপ মন্তব্য শুরু করায় একে তার স্বাভাবজাত আচরণ বলে চিহ্নিত করছেন অনেকে।
চলতি বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে পরবর্তী প্রেসিডেন্ট বেছে নেবেন কোটি কোটি ভোটার। এবারের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বৈরথ দেখবে বিশ্ব। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে ভোটার টানতে সদলবলে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন দুজনই।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.