11/24/2024 ইসরাইলে আলজাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস
মুনা নিউজ ডেস্ক
৩ এপ্রিল ২০২৪ ০৯:২০
ইসরাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস করেছে রাষ্ট্রটির আইনসভা নেসেট। কয়েক দফা পর্যালোচনার পর ১ এপ্রিল সোমবার আইনটিকে সবুজ সঙ্কেত দিয়েছেন ইসরাইলি আইনপ্রণেতারা।
নতুন এই আইন অনুসারে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি কখনো রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আলজাজিরাকে বন্ধ করে দিতে সুপারিশ করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমটির সম্প্রচার ইসরাইলে বন্ধ করা, আলজাজিরার ইসরাইল শাখার কার্যালয় সিলগালা করা এবং সেখানকার সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করার এখতিয়ার পাবে রাষ্ট্রটির তথ্য মন্ত্রণালয়।
গত ১২ ফেব্রুয়ারি প্রথম বিল আকারে এটি উত্থাপিত হয়েছিল নেসেটে। চার-পাঁচ দফায় পর্যালোচনার পর সোমবার ইসরাইলি আইনপ্রণেতাদের ভোটে আইনে পরিণত হলো বিলটি।
গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই আলজাজিরার প্রতি বৈরী মনোভাব প্রদর্শন করে আসছে বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রটির সরকার। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু একাধিকবার মধ্যপ্রাচ্যের এই জনপ্রিয় সংবাদমাধ্যমটিকে হামাসের মুখপাত্র হিসেবে আখ্যায়িত করেছেন।
সদ্য হার্নিয়া অপারেশনের পর বর্তমানে বিশ্রামে রয়েছেন বেনজামিন নেতানিয়াহু। সোমবার নেসেটে আইনটি পাসের পর তাকে স্বাগত জানিয়ে সেই অবস্থাতেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, ‘আলজাজিরা ইসরাইলের নিরাপত্তার ক্ষতি করেছে, ৭ অক্টোবর হামলায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং ইসরাইলের সেনাদের বিরুদ্ধে প্রতিনিয়ত উসকানি দিয়ে যাচ্ছে।’
‘সন্ত্রাসী চ্যানেল আলজাজিরা আর ইসরাইলে সম্প্রচারিত হবে না। (ইসরাইলে) চ্যানেলটির কার্যক্রম পুরোপুরি বন্ধ করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরিকল্পনা আমার আছে।’
এ দিকে নেতানিয়াহুর এই বার্তাকে ‘অপবাদ’ উল্লেখ করে পাল্টা এক বিবৃতিতে আলজাজিরা কর্তৃপক্ষ বলেছে, ‘ইসরাইলি প্রধানমন্ত্রী আলজাজিরার ওপর মিথ্যা কলঙ্ক লেপনের চেষ্টা করেছেন। তার এ ধরনের অপবাদ আমাদের দৃঢ় ও পেশাদার সংবাদ পরিবেশনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তবে ইসরাইলে যদি আমাদের সংবাদকর্মী বা কার্যালয়ের ওপর কোনো ধরনের হামলার ঘটনা ঘটে, তাহলে সেজন্য ইসরাইলি প্রধানমন্ত্রী দায়ী থাকবেন।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.