11/22/2024 চীনের বৃহত্তম হ্রদে বিরল প্রজাতির পাখির সন্ধান
মুনা নিউজ ডেস্ক
৩ এপ্রিল ২০২৪ ০৮:৫৪
চীনের বৃহত্তম অভ্যন্তরীণ নোনা জলের হ্রদ কিংহাইয়ে একটি প্রাচ্য সাদা সারস প্রজাতির পাখি দেখা গেছে। এই প্রজাতি প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
কিংহাই লেক ন্যাশনাল নেচার রিজার্ভ প্রশাসনের মতে, উত্তর-পশ্চিম চীনের কিংহাই প্রদেশের হাইবেই তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের হাইয়ান কাউন্টিতে সারসটি দেখা গেছে। হাইয়ান কাউন্টি কিংহাই হ্রদের উত্তর তীরে অবস্থিত।
প্রাচ্যের সাদা সারসটির প্রজাতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন এটিকে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে। প্রজাতিগুলো প্রাথমিকভাবে হ্রদ, জলাধার এবং পুকুরের প্রান্তে অগভীর জলের অঞ্চলে বাস করে।
প্রশাসনের মতে, সারসের উপস্থিতি হ্রদের উন্নত পরিবেশগত পরিবেশকে প্রতিফলিত করে, যা পরিযায়ী পাখিদের জন্য আন্তর্জাতিক করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশ।
বর্তমানে, প্রায় ৬০৬,০০০ জলজ পাখি সারা বছর ধরে কিংহাই হ্রদে বাস করে। এটিকে চীনে পরিযায়ী পাখির বৃহত্তম এবং সবচেয়ে ঘনীভূত জনসংখ্যার প্রজনন স্থলে পরিণত করে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.