11/22/2024 তুমুল বর্ষণে তলিয়ে গেছে সৌদির রাস্তাঘাট
মুনা নিউজ ডেস্ক
২১ মে ২০২৩ ০৮:৫২
সৌদি আরবের আসির অঞ্চলের খামিস মুশাইত এলাকায় তুমুল বর্ষণ ও শিলাবৃষ্টি হয়েছে। শুক্রবার আকস্মিক এই বৃষ্টিতে রাস্তা তলিয়ে গেছে ভারী বর্ষণের কারণে ওই অঞ্চলের অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে, ভেসে গেছে অনেক গাড়ি। আকস্মিক এই বর্ষণের কারণে দেশটির নাগরিকরা ব্যাপক ভোগান্তির মুখোমুখি হয়েছেন।
দেশটির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তুমুল বর্ষণ ও শিলাবৃষ্টির কারণে আসির অঞ্চলে অনেক যানবাহন ভেসে গেছে এবং শিলাবৃষ্টিতে রাস্তায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বজ্রপাত আর মুষলধারে বৃষ্টির কারণে দেশটির বিভিন্ন উপত্যকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
অস্বাভাবিক এই বর্ষণ ও শিলাবৃষ্টির পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ভিডিও শেয়ার করেছেন। আসির অঞ্চল ছাড়াও দেশটির রাজধানী রিয়াদ ও দক্ষিণের কিছু এলাকায়ও ভারী বর্ষণ হয়েছে। বজ্রপাত আর তুমুল বর্ষণের কারণে দেশটির বিভিন্ন উপত্যকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
দেশটির রাজধানী রিয়াদের পশ্চিম, উত্তর এবং পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকাতেও ভারী বৃষ্টিপাত হয়েছে। এসব এলাকায় অনেক রাস্তাঘাট ও বাড়িঘর পানিতে তলিয়ে গেছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে।
চরম বৈরী এই আবহাওয়ার কারণে বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা মহাপরিদপ্তর। উপত্যকা এবং বাঁধ রয়েছে এমন এলাকায় আকস্মিক বন্যার ব্যাপারেও লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র : দ্য গালফ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.