11/22/2024 জো বাইডেনের প্লেনে চুরি, কাঠগড়ায় সাংবাদিকরা
মুনা নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৪ ০৭:৪৩
প্রেসিডেন্ট জো বাইডেনের সরকারি প্লেন ‘এয়ার ফোর্স ওয়ান’ এ চুরির ঘটনা ঘটেছে। প্লেনে গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানে থাকা কিছু স্মারক গায়েব হয়ে গেছে।
জানা গেছে, গত ফেব্রুয়ারিতে চুরির বিষয়টি নজরে আসে। সে সময় প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সফর করেন। সফর শেষে এয়ার ফোর্স ওয়ানের জিনিসপত্র যাচাই করতে গিয়ে দেখা যায়, গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত স্থানে থাকা কিছু স্মারক নেই।
চুরির এ তালিকায়- দামি ব্র্যান্ডের বালিশের কভার, গ্লাস থেকে শুরু করে স্বর্ণের প্রলেপে কিনারা বাঁধানো প্লেটও রয়েছে। অভিযোগের তির প্রেসিডেন্টের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে সফরকারী সাংবাদিকদের দিকে। এজন্য তাদেরকে সতর্কও করা হয়েছে।
‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস’ অ্যাসোসিয়েশন এ ঘটনায় সাংবাদিকদের সতর্ক করে বলেছে, এয়ার ফোর্স ওয়ান থেকে কোনও কিছু সঙ্গে নিয়ে যাওয়া নিষিদ্ধ।
হোয়াইট হাউসে কর্মরত সাংবাদিকদের সবাইকে গত মাসে একটি ই–মেইল পাঠায় এ অ্যাসোসিয়েশন। এতে বলা হয়, ওই ধরনের আচরণ প্রেসিডেন্টের সঙ্গে সফরকারী সাংবাদিকদের সম্পর্কে খুবই খারাপ মনোভাবের প্রকাশ। এমন আচরণ অবশ্যই পরিহার করতে হবে।
এয়ার ফোর্স ওয়ানে মাঝেমধ্যে সাংবাদিকদের স্মারক হিসেবে চকলেটের বাক্স দেওয়া হয়। তাতে প্রেসিডেন্টের সিল যুক্ত থাকে। হোয়াইট হাউজ বলছে, এরপরও এয়ার ফোর্স ওয়ানের লোগোযুক্ত স্মারক (বাসন, তোয়ালেসহ নানা জিনিস) চুরির ঘটনা ঘটছে।
সূত্র: বিবিসি, ফক্স নিউজ, দ্য গার্ডিয়ান
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.