11/24/2024 গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব আমেরিকান কংগ্রেসম্যান
মুনা নিউজ ডেস্ক
১ এপ্রিল ২০২৪ ০৫:১৮
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় এবার পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ। তিনি গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষকে দেওয়া মানবিক সহায়তার বিরুদ্ধেও কথা বলেন। খবর মিডলইস্টআই।
খবরে বলা হয়, কংগ্রেসে মিশিগানের প্রতিনিধি টিম ওয়ালবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রচারিত এক ভিডিওতে বলেছেন, গাজার অবস্থাও জাপানের হিরোশিমা ও নাগাসাকির মতো হওয়া উচিত। প্রায় ছয় মাস ধরে চলমান এ যুদ্ধ খুব দ্রুত শেষ করারও তাগিদ দেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি ও হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলেছিল। এতে মুহূর্তেই লাখ লাখ লোক নিহত হয়েছিল। গাজায় একই ধরনের হামলা চালানোর পরামর্শ দেন টিম ওয়ালবার্গ।
রিপাবলিকান এই কংগ্রেসম্যান গাজাবাসীদের দেওয়া মানবিক সহায়তার বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, গাজায় মানবিক সহায়তার জন্য আমাদের আর একটি পয়সাও ব্যয় করা উচিত নয়।
এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে চলা এ যুদ্ধে এই অঞ্চলে নিহতের সংখ্যা এখন ৩৩ হাজার ছুঁই ছুঁই। আহতের সংখ্যা ৭৫ হাজারের বেশি। পুরো গাজার অবকাঠামের অধিকাংশই এখন বসবাসের অযোগ্য। ইসরায়েলের অবরোধের পরিপ্রেক্ষিতে সেখানে খাদ্য, পানীয়, চিকিৎসা সামগ্রীর যোগান একেবারেই শূন্যের কোটায়।
এ অবস্থায় স্থল পথ দিয়ে গাজায় মানবিক সহায়তা পাঠাতে চাইলেও তাতে বাধা দিয়েছে ইসরায়েল। ফলে মিশসরের রাফাহ ক্রসিংয়ে হাজার হাজার গাড়িভর্তি মানবিক সহায়তা অপেক্ষা করলেও ইসরায়েল খুব কম ত্রাণই গাজায় প্রবেশ করতে দিয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রসহ কিছু দেশ বিমানে করে গাজায় ত্রাণ ফেলছে। এতেও বিপত্তি ঘটেছে। এভাবে দেওয়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত বেশকিছু ফিলিস্তিনি নিহত হয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.