11/22/2024 মেক্সিকোতে কার রেসিং শোতে গোলাগুলিতে : নিহত ১০
মুনা নিউজ ডেস্ক
২১ মে ২০২৩ ০৭:৪০
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলে বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার রেসিং শো চলাকালীন গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে কমপক্ষে অন্তত ১০ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় পৌর সরকার জানিয়েছে।
শনিবার (২০ মে) দুপুর দুইটার দিকে মেক্সিকোর এনসেনাডা শহরের সান ভিসেন্টে এলাকায় অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
৯১১তে রিপোর্ট করা বিবরণ অনুসারে, দুপুর সোয়া ২টার পর লম্বা বন্দুকধারী লোকেরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের ওপর গুলি করতে শুরু করে।
মিউনিসিপ্যাল ও রাজ্য পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে।
মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ বন্দুক হামলার ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছেন।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.