11/22/2024 রমজানে মুসল্লিদের জন্য খুলল মসজিদে নববীর ছাদ
মুনা নিউজ ডেস্ক
২৮ মার্চ ২০২৪ ১১:৩২
এবার রমজানে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে মুসলিমদের জন্য বিশ্বের অন্যতম পবিত্র জায়গা মসজিদে নববীর ছাদ। বুধবার (২৭ মার্চ) এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদন।
মসজিদ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মসজিদে নববীর ছাদ খোলার ফলে প্রতিদিন প্রায় ৯০ হাজার মুসল্লি সেখানে নামাজ আদায় করতে পারবেন।
সারা বিশ্বের মুসলমানদের কাছে মসজিদে নববী অন্যতম আকাঙ্ক্ষার জায়গা। এর পাশেই রয়েছে রাসুল (স.)-এর রওজা মোবারক। রাসুলের রওজা জিয়ারত ও এ মসজিদে নামাজ আদায়ের জন্য প্রতিবছর লাখ লাখ মুসলিম মদিনায় হাজির হন।
রমজানে ওমরাহ পালনে বিশেষ মর্যাদা রয়েছে। ফলে এ সময় বছরের অন্য সময়ের তুলনায় ওমরাহকারীদের ভিড় অনেক বেড়ে যায়। এ ভিড়ের মধ্যে এবার রমজান মাসে মসজিদে নববীর ছাদ উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকার ও বিভিন্ন দাতব্য এবং স্বেচ্ছাসেবী সংস্থার অর্থায়নে এরইমধ্যে মসজিদের ছাদ জীবাণুমুক্ত ও পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া মসজিদের ছাদে সুগন্ধি ছিটানো হয়েছে। নামাজের জন্য বিভিন্ন আকারের পাঁচ হাজার মাদুরও বিছানো হয়েছে।
এসব পদক্ষেপ ছাড়াও রমজান উপলক্ষে মসজিদের ছাদে ইফতারের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া প্রতিদিন রোজাদারদের মধ্যে খাবার, জমজমের পানি ও ২০ হাজার কোরআন বিতরণ করা হচ্ছে।
গালফ নিউজ জানিয়েছে, মসজিদে নববীর ছোদের আয়তন প্রায় ৬৭ হাজার বর্গমিটার। এ ছাদে ওঠার জন্য ২৪টি সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এ ছাড়া নামাজের পরিবেশ নির্বিঘ্ন করতে আরও নানা সুবিধা রাখা হয়েছে। নামাজের আগে পরে ছাদে ওঠার জন্য যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি এস্কেলেটর।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.