11/22/2024 উত্তর কোরিয়ায় গোপনে রওনা হলেন রুশ গোয়েন্দাপ্রধান
মুনা নিউজ ডেস্ক
২৮ মার্চ ২০২৪ ১১:১৮
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানো ও বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য গোপনে উত্তর কোরিয়া সফর করেছেন রাশিয়ার পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন। বৃহস্পতিবার (২৮ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দাপ্রধান উত্তর কোরিয়া সফরে গিয়েছেন। সফরে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, রুশ পররাষ্ট্রবিষয়ক গোয়েন্দা সংস্থার (এসভিআর) প্রধান গত ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত সময় উত্তর কোরিয়া সফর করেছেন। সফরে তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়কমন্ত্রী রি চ্যাং দায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শত্রুপক্ষের ক্রমবর্ধমান গুপ্তচরবৃত্তি ও ষড়যন্ত্রমূলক পদক্ষেপ মোকাবিলায় দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়াতে কর্মকর্তারা আলোচনা করেছেন।
বৈশ্বিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে রাশিয়া ও উত্তর কোরিয়া। ইউক্রেনে হামলার কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উত্তর কোরিয়া।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৈঠক করেছিলেন। ওই সময়ে কিম ঘোষণা দেন যে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক অগ্রাধিকার। তবে এ দুই নেতার বৈঠকের পর পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র সরবরাহ করা শুরু করেছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.