04/10/2025 বাইডেনের গাজা নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কর্মকর্তার পদত্যাগ
মুনা নিউজ ডেস্ক
২৮ মার্চ ২০২৪ ১০:৩০
এবার জো বাইডেনের গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকারবিষয়ক কর্মকর্তা। বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য পদত্যাগ করা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওই কর্মকর্তার নাম অ্যানেল শেলিন। মধ্যপ্রাচ্যের এই বিশ্লেষক যুক্তরাষ্ট্রের সরকারের পক্ষে মানবাধিকার বিষয়ে প্রচারের পাশাপাশি এ-সংক্রান্ত দায়িত্বও পালন করতেন। প্রেসিডেন্ট জো বাইডেনের ইসরায়েল নীতির বিরোধিতায় নিজের পদ ছেড়ে দেওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ কর্মী তিনি।
শেলিন বুধবার ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি এমন সময়ে বাইডেন প্রশাসন থেকে সরে দাঁড়ালেন, যখন গাজায় ইসরায়েলি হামলায় নিহতের ৩২ হাজার ছাড়িয়েছে এবং অবরুদ্ধ ভূখণ্ডটিতে দুর্ভিক্ষ আসন্ন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি।
শেলিনের পদত্যাগের আগে গেল অক্টোবরে পদত্যাগ করেছিলেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আরেক কর্মকর্তা জশ পল। বাইডেনের গাজা নীতির প্রতিবাদে পদত্যাগ করা ওই কর্মকর্তা ছিলেন স্টেট ডিপার্টমেন্টের রাজনৈতিক-সামরিকবিষয়ক ব্যুরোর একজন পরিচালক।
এ ছাড়া একই কারণে গত জানুয়ারিতে পদত্যাগ করেন যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগের কর্মকর্তা তারিক হাবাশ। জ্যেষ্ঠ এই যুক্তরাষ্ট্রের কর্মকর্তা শিক্ষা বিভাগের পরিকল্পনা, মূল্যায়ন ও নীতি উন্নয়নের অফিসের বিশেষ সহকারী পদে ছিলেন।
আল জাজিরার সঙ্গে কথা বলার সময় হাবাশ বলেছেন, অ্যানেল শেলিনের চলে যাওয়ার এই সিদ্ধান্ত সেটিই স্পষ্ট করছে, গাজা যুদ্ধের মধ্যে দেশে এবং বিদেশে অবস্থান কীভাবে হ্রাস পেয়েছে।
তারিক হাবাশ বলেন, ‘এটা আশ্চর্যজনক নয়, এমন কিছু লোক আছেন যারা স্টেট ডিপার্টমেন্টে মানবাধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজগুলো করার চেষ্টা করলেও তারা মনে করছেন, তারা তাদের কাজ করতে অক্ষম। শেলিন হয়তো বুঝতে পেরেছেন, একমাত্র উপায় যে তিনি প্রভাব ফেলতে পারেন তা হলো তার চলে যাওয়া। কারণ, প্রায় ছয় মাসে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি এবং আন্তর্জাতিক পর্যায়ে ওয়াশিংটনের প্রভাব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.