11/25/2024 সিরিয়ায় বিমান হামলায় আইআরজিসি উপদেষ্টাসহ নিহত ১৭, দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের
মুনা নিউজ ডেস্ক
২৭ মার্চ ২০২৪ ০৭:১০
সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সামরিক উপদেষ্টাসহ অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ইরান এবং সিরিয়া এ হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেও সে অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন।
২৬ মার্চ মঙ্গলবার রাতে পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে এ বিমান হামলার চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর হতাহতের তথ্য নিশ্চিত করলেও কারা এ হামলা চালিয়েছে তা জানায়নি।
সংস্থাটি জানিয়েছে, বিমান হামলায় একজন ইরানি বিপ্লবী গার্ড উপদেষ্টা, তার দুই ইরানি নিরাপত্তা এসকর্ট, ইরানপন্থি গ্রুপের চার সিরিয়ান, ৯ ইরাকি যোদ্ধা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মী নিহত হয়েছেন।
হামলায় নিহত আইআরজিসি’র ওই সামরিক উপদেষ্টার নাম বেহরুজ ওয়াহিদি।
এ হামলার অভিযোগ অস্বীকার করে প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র গেলো রাতে সিরিয়ায় কোনো বিমান হামলা চালায়নি।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস সামাজিক মাধ্যমে জানিয়েছেন, সিরিয়ায় বিমান হামলায় ডব্লিউএইচও'র একজন নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ দাবি করেছে, জায়নবাদী ইসরাইলি শাসক ও তাদের মিত্রদের দ্বারা এ হামলা পরিচালিত হয়েছে।
মঙ্গলবার রাতে আমেরিকান যুদ্ধবিমানগুলো দেইর আজ-জোরের পাশাপাশি মায়াদিন ও বুকামাল শহরেও বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে সিরিয়ার গণমাধ্যমগুলো। এসব হামলায় আহত হয়েছেন বহু বেসামরিক মানুষ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.