11/23/2024 পাপুয়া নিউ গিনিতে বন্যা ও ভূমিধসে ২৩ জনের প্রাণহানি
মুনা নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৪ ০৬:৪৬
পাপুয়া নিউ গিনির পার্বত্য এবং উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটির রাস্তা, বাড়িঘর এবং কৃষি জমি প্লাবিত হয়ে গেছে। খবর আল জাজিরার।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত পরিচালক লুসেট ম্যান বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, পার্বত্য অঞ্চল চিম্বু প্রদেশের ভূমিধসে এক মা এবং তার সন্তান প্রাণ হারিয়েছেন। আর তিনটি পৃথক ভূমিধসের ঘটনায় ২৩ জন কাঁদামাটির নিচে চাপা পড়েন।
লুসেট ম্যান বলেন, এখনও সেখানে ভারি বৃষ্টি হচ্ছে। এছাড়া ভূমিধস এবং বিভিন্ন নদী প্লাবিত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকার মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে।
চিম্বুর দক্ষিণে অবস্থিত উপকূলীয় এলাকাগুলোও প্লাবিত হচ্ছে। জোয়ারের কারণে উপকূলীয় গ্রাম লেসে কাভোরা প্লাবিত হয়েছে। ফলে সেখানকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারি বৃষ্টির কারণে এনগা প্রদেশেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
ওয়াপেনামান্ডা সম্প্রদায়ের নেতা অ্যাকুইলা কুঞ্জি এ তথ্য নিশ্চিত করে বলেন, ভারি বৃষ্টি অব্যাহত থাকায় বেশ কিছু নদী প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা সারাদিনে একবার খাবার খেতে পাচ্ছি। আমাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই।
২০২২ সালের বিশ্ব ঝুঁকি বিষয়ক সূচক অনুসারে, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ১৬তম স্থানে উঠে আসে পাপুয়া নিউ গিনি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.