11/09/2024 ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
মুনা নিউজ ডেস্ক
২০ মে ২০২৩ ০৮:৪৩
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ যুক্তরাষ্ট্রের ৫০০ নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা জাববে এ নিষেধাজ্ঞা দিলো রাশিয়া। নিষেধাজ্ঞার তালিকায় ওবামা ছাড়াও সাবেক যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন হান্টসম্যান ও বেশ কয়েকজন সিনেটরসহ রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে।
এ ছাড়া টেলিভিশন উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল, সেথ মেয়ার্স, এরিন বারনেট, র্যাচেল ম্যাডো ও জো স্কারবোরাহও নিষেধাজ্ঞার আওতায় আছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মস্কোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিয়মিত নিষেধাজ্ঞার জবাবে এই পদক্ষেপ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বোঝা উচিত, রাশিয়ার বিরুদ্ধে নেওয়া শত্রুতামূলক যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।
এর আগে, সর্বশেষ শুক্রবার রাশিয়ার শতাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
সূত্র : সিএনএন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.