11/22/2024 ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় র্যাপার লিল জন
মুনা নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৪ ০৩:০৭
জনপ্রিয় র্যাপার ও সংগীত প্রযোজক লিল জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ১৭ মার্চ, রোববার ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ মার্চ শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, লিল জন প্রথমে আরবিতে শাহদাত তথা কালিমা উচ্চারণ করেন। এরপর তিনি ইংরেজিতে কালেমা পাঠ করেন। এ সময় মসজিদের ইমাম তাকে তত্ত্বাবধান করেন।
বিখ্যাত এ মার্কিন র্যাপার জর্জিয়ার আটলান্টায় ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তার আসল নাম জনাথন এইচ স্মিথ। আমেরিকান লেখক ও অ্যাক্টিভিস্ট শস কিংয়ের পর লিল জন দ্বিতীয় বিখ্যাত মার্কিনি যিনি রজমানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণ করেন।
লিল জন ২০০০ এর দশকের গুরুর দিকে তিনি হিপ হপ সংগীতের বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ক্রঙ্ক গ্রুপ লিল জন এবং ইস্ট সাইড বয়েজের ফ্রন্টম্যান ছিলেন, যার সাথে তিনি পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.