11/23/2024 মাসিক বেতনের সমান ঈদ বোনাসের দাবি বাংলাদেশি শ্রমিকদের
মুনা নিউজ ডেস্ক
১৮ মার্চ ২০২৪ ১০:৩৪
এক মাসের বেতনের সমান শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করার দাবি জানিয়েছে বাংলাদেশের গামের্ন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় এই দাবি জানিয়ে বলা হয়েছে, ২০ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
১৮ মার্চ, সোমবার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম সমন্বয়কারী নঈমুল আহসান জুয়েল। সংগঠনের যুগ্ম সমন্বয়কারী কাজী রুহুল আমিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন শ্রমিকনেতা কামরুল আহসান, আহসান হাবীব বুলবুল, আব্দুল ওয়াহেদ, ইদ্রিস আলী, খালেকুজ্জামান লিপন, মো. আব্বাসউদ্দীন, এম.এ সালাম, মাসুদ মন্ডল, সালমা আক্তার, মিজানুর রহমান প্রমুখ।
সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, কোনো শ্রমিককে কোনোভাবেই চাকরিচ্যুত করা যাবে না। শ্রমিক হত্যার বিচার, গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি, শ্রমিক ও নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। কারখানাভিত্তিক রেশনিং প্রথা চালু করে চাল, ডাল, আটা, তেল ও শিশু খাদ্য প্রদান করতে হবে। শ্রমিক স্বার্থে শ্রম আইন প্রণয়ন করতে হবে।
ওই সকল দাবি আদায়ে আাগামী শুক্রবার, ২২ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং মাসব্যাপী বিভিন্ন গার্মেন্ট শিল্প এলাকায় সভা-সমাবেশ ও লাল পতাকার মিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.