11/26/2024 বাংলাদেশে কুমিল্লার বিজয় এক্সপ্রেসের ৯ বগি উল্টে আহত অন্তত ১২
মুনা নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৪ ০৯:১১
বাংলাদেশের কুমিল্লা নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতির ঘটনায় অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। ১৭ মার্চ রোববার দুপুর ২টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেসের ১৪ বগির মধ্যে ৯টি বগি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় প্রাথমিকভাবে ১২ জনের মতো আহত হয়েছেন।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবদাস দেব বলেন, ট্রেন দুর্ঘটনার মো. রনি (২৮) ও আফজাল (২৯) নামের দুজন যাত্রীকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। প্রথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁরা দুজনেই শঙ্কামুক্ত। এ ছাড়া আমাদের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে হয়েছে। চারটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রাখা হয়েছে। মেডিকেল টিমের তথ্যমতে বড় ধরনের কোনো আঘাতপ্রাপ্ত রোগী সেখানে নেই।’
কুমিল্লায় উল্টে গেল বিজয় এক্সপ্রেস ট্রেন, বহু হতাহতের শঙ্কাকুমিল্লায় উল্টে গেল বিজয় এক্সপ্রেস ট্রেন, বহু হতাহতের শঙ্কা
বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম–জামালপুর রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন। ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে জামালপুর পর্যন্ত বাড়ানোর আগে এটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.