11/22/2024 গোয়েন্দাদের জন্য স্যাটেলাইট তৈরি করছে মাক্সের স্পেসএক্স
মুনা নিউজ ডেস্ক
১৭ মার্চ ২০২৪ ০৬:৪১
ইলন মাস্কের স্পেসএক্স আমেরিকান গোয়েন্দা সংস্থার সাথে একটি শ্রেণিবদ্ধ চুক্তির অধীনে শত শত গুপ্তচর স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করছে। কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র এই তথ্য জানিয়েছে।
খবর অনুসারে, এটা কোটিপতি উদ্যোক্তা ইলন মাস্কের মহাকাশ কোম্পানি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ প্রমাণ করছে। ২০২১ সালে ন্যাশনাল রিকনাইসেন্স অফিসের (এনআরও) সঙ্গে ১৮০ কোটি ডলারের চুক্তির আওতায় স্পেসএক্সের স্টারশিল্ড বিজনেস ইউনিট এই নেটওয়ার্ক তৈরি করছে।
এই পরিকল্পনা গোয়েন্দা এবং সামরিক প্রকল্পগুলিতে স্পেসএক্সের সম্পৃক্ত থাকার পরিমাণ বা মাত্রা কতটা গভীর তা দেখায়। একইসঙ্গে স্থল বাহিনীকে সহায়তার লক্ষ্যে পেন্টাগন ব্যাপক পরিসরে পৃথিবীর নিম্নভাগে ঘূর্ণায়মান স্যাটেলাইট ব্যবস্থা বিনিয়োগ করছে সেটারও বহিঃপ্রকাশ।
সূত্রগুলো বলছে, এই কর্মসূচি সফল হলে বিশ্বের প্রায় যেকোনো স্থানে সম্ভাব্য লক্ষ্যবস্তু দ্রুত শনাক্ত করতে যুক্তরাষ্ট্র সরকার ও সামরিক বাহিনীর সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নেবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.