11/22/2024 ট্রাম্পকে সমর্থন না দেয়ার ‘চমকপ্রদ’ সিদ্ধান্ত নিলেন পেন্স
মুনা নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৪ ১০:১৮
এবারের নির্বাচনে ট্রাম্পের প্রতি সমর্থন নেই যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি খোলাসা করেন তিনি।
ট্রাম্পের আগের আমলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন পেন্স। গতকাল শুক্রবার পেন্স সংবাদমাধ্যমকে জানান, ‘এটা মোটেও অবাক করা বিষয় নয় যে আমি এবার ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাচ্ছি না।’
পেন্সের এমন ঘোষণাকে ‘চমকপ্রদ’ বলছে সংবাদমাধ্যম। বলা হচ্ছে, হোয়াইট হাউস ছাড়ার পর থেকে ট্রাম্প ও পেন্সের মধ্যে দূরত্ব দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে পেন্স যদি ট্রাম্পকে সমর্থন জানাতেন, সেটাই বরং অবাক করা হতো।
অভিযোগ রয়েছে, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের পর জো বাইডেনের কাছে ট্রাম্প যখন হেরে যাচ্ছিলেন, তখন পেন্সকে নির্বাচনের ফল বদলে ফেলার জন্য চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প। মূলত তখন থেকেই দুজনের দূরত্ব দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম একাধিকবার পেন্সকে আক্রমণ করে পোস্ট দিয়েছেন ট্রাম্প।
৬৪ বছর বয়সী পেন্স বলেন, ‘ট্রাম্পের একটি অ্যাজেন্ডা রয়েছে। ট্রাম্প সেটিই প্রকাশ করছেন। আমাদের চার বছরের শাসনামলের রক্ষণশীল অ্যাজেন্ডার সঙ্গে সেটা যায় না।’
এমন এক সময় মাইক পেন্স এসব কথা বললেন, যখন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে রিপাবলিকান পার্টি থেকে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন বাইডেন। তাই ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বরের নির্বাচনেও ট্রাম্প-বাইডেন দ্বৈরথ দেখবে বিশ্ববাসী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.