11/22/2024 ট্রাম্পের নেতৃত্বে চীনে সরকার বিরোধী গোপন অপারেশন চালিয়েছিল সিআইএ
মুনা নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৪ ০৯:৫৮
ট্রাম্পের নির্দেশনায় চীনে সি চিন পিংয়ের নেতৃত্বে থাকা সরকারের বিরুদ্ধে জনগণকে উসকে দিতে গোপন অপারেশন চালিয়েছিল সিআইএ। ২০১৯ সালে এই গোপন অপারেশন শুরু হয়। যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাবেক তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য পাওয়া গেছে।
ওই তিন কর্মকর্তা আরও জানিয়েছেন, সিআইএ একটি ছোট অনলাইন অপারেটিভ দল গড়ে তুলেছিল যারা ভুয়া ইন্টারনেট আইডি ব্যবহার করে সি চিন পিংয়ের সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাত। একই সঙ্গে বিদেশি গণমাধ্যমগুলোর কাছে এরা ভুয়া ‘সরকারি’ তথ্য সরবরাহ করে খবর প্রকাশ করত।
বিগত দুই দশক ধরেই বিশ্বমঞ্চে চীনের অংশীদারত্ব বেড়েছে, যা যুক্তরাষ্ট্র কখনোই ইতিবাচকভাবে দেখেনি। আর তাই গোয়েন্দা সংস্থা সিআইএ বারবার অভিযোগ করেছে, চীনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতারা বিদেশে প্রচুর পরিমাণ অর্থ লুকিয়ে রেখেছে। তাঁরা দুর্নীতিগ্রস্ত এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ খুবই ফালতু একটি প্রকল্প।
ট্রাম্প নির্দেশিত গোপন অপারেশনের সময় সিআইএর সেই দলও এ ধরনের তথ্যই চীনা জনগণের সামনে ইন্টারনেট দুনিয়ায় তুলে ধরার চেষ্টা করেছে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা বলেছেন, সিআইএর দলটি ‘সত্য তথ্যের’ ভিত্তিতে অপারেশন চালিয়েছে। তবে তারা সত্য তথ্যের কোনো প্রমাণ দেয়নি।
ওই দুই কর্মকর্তা আরও বলেছেন, সিআইএর এই গোপন অপারেশনটি মূলত চীনাদের সামনে দেশটির শীর্ষ নেতাদের ভ্রান্তিকে তুলে ধরার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। তবে চীনের নিয়ন্ত্রিত ইন্টারনেট পরিসরে অনুপ্রবেশ করতে গিয়ে সিআইএকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে।
সিআইএ মুখপাত্র চেলসি রবিনসনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। তবে এ বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিআইএর এই উদ্যোগের খবর প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র সরকার জনপরিসর ও গণমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দিতে এবং আন্তর্জাতিক জনমতকে বদলে দেওয়ার চেষ্টা করেছে সব সময়ই।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.