11/23/2024 মুনা দাওয়াহ এবং আল-কুরআন দাওয়াহ সেন্টারের উদ্যোগে কুরআন মাহফিল এবং ফান্ডরাইজিং প্রোগ্রাম
মুনা সাংগঠনিক ডেস্ক
১৫ মার্চ ২০২৪ ০৯:৫৮
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা দাওয়াহ এবং আল-কুরআন দাওয়াহ সেন্টার ইউএসএ এর যৌথ উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল এবং বার্ষিক ফান্ডরাইজিং প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ মার্চ শনিবার দুপুর ২ টায় মুনা ফেইজবুক পেইজ এবং মুনা ইউটিউব চ্যানেল থেকে প্রোগ্রামটি সরাসরি সম্প্রচার করা হবে।
প্রোগ্রামের অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুনা সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলাওয়ার হোসেন।
মুনা আল কুরআন দাওয়াহ সেন্টারের মাধ্যমে বাংলা, ইংলিশ, চাইনিজ, এবং স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ ছাপানো হয়। যা পুরো আমেরিকায় বিনামূল্যে বিতরণ করা হয়।
পবিত্র এই রামাদ্বান মাসে আল কুরআন দাওয়াহ সেন্টারের এই মহতি উদ্যোগে শরিক হয়ে মাত্র ১ ডলার হাদিয়ার মাধ্যমে সদকায়ে জারিয়ায় অংশ নিয়ে নেকি অর্জনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
তাফসীরুল কুরআন এবং ফান্ডরাইজিং এই প্রোগ্রামে সবাইকে বন্ধু এবং স্বপরিবারে অংশগ্রহণ করার আমন্ত্রণও জানিয়েছেন আয়োজকরা।
আকবর উদ্দীন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.