11/26/2024 শুধু কোমল পানীয় খেয়ে ১৭ বছর ধরে বেঁচে আছেন বৃদ্ধ!
মুনা নিউজ ডেস্ক
১৯ মে ২০২৩ ১২:৩০
পানি, খাবার ছাড়া বেঁচে আছেন, এমন মানুষ খুঁজে মেলা ভার। কিন্তু সম্প্রতি এক বৃদ্ধ দাবি করেছেন, তিনি নাকি ১৭ বছর ধরে কোনও খাবার এবং পানি খাননি। বৃদ্ধের এমন অদ্ভুত দাবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে।
ইরানের বাসিন্দা গোলারেজা আর্দেশিরি দাবি করছেন, তার নাকি খিদে পায় না।খন খুব ক্লান্ত বোধ করেন, তখন শক্তি অর্জনের জন্য শুধু কোমল পানীয় খান। আর সেটাই নাকি তার খাদ্য এবং পানীয় দুটোরই কাজ করে। আর সেটাই নাকি তার খাদ্য এবং পানীয় দুটোরই কাজ করে।
গোলারেজা ফাইবার গ্লাস মেরামত করেন। তার দাবি, ২০০৬ সালের জুন থেকে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার সব সময় একটা অদ্ভুত অনুভূতি হয়। সব সময় মনে হয় মুখের ভিতর চুলজাতীয় কিছু রয়েছে। যে চুলের শেষ প্রান্ত আমার পাকস্থলীতে গিয়ে ঠেকেছে। কোনও ভাবেই সেটিকে বার করা যাচ্ছে না।’
গোলারেজার দাবি, চিকিৎসকরাও তার এই রোগটিকে ধরতে পারেননি। আর যে কারণেই তার নাকি খাবারের প্রতি অনীহা। খিদেই পায় না। তার বাড়ির লোকেরা গোলারেজা সামনে খেতে বসেন না। খাবার দেখলেই বমি হয় গোলারেজার।
তার আরো দাবি, রাতে তিনি চার ঘণ্টা ঘুমান। আর দিনে ৩ লিটার কোমল পানীয় খান।
সূ্ত্র: দ্য মিরর।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.