11/22/2024 রোজাদারদের জন্য দুবাই পুলিশের মহতী উদ্যোগ
মুনা নিউজ ডেস্ক
১৫ মার্চ ২০২৪ ০৮:৫২
রমজানে রোজাদারদের জন্য মহতী একটি উদ্যোগ গ্রহণ করেছে দুবাই পুলিশ। স্টার হেলথ কেয়ার নামে একটি সংস্থার সহযোগিতায় রমজান জুড়ে অন্তত দেড় লাখ প্যাকেট ইফতারি বিতরণ করবে তারা।
আরব নিউজ জানিয়েছে, ইফতারের সময় বিভিন্ন মোড় এবং সড়কে থাকা রোজাদারদের মধ্যে প্রতিদিন কমপক্ষে ৫ হাজার প্যাকেট ইফতারি বিতরণ করা হবে।
রা’সুল খিমাহ ও উজমানের অন্তত ১৩টি স্থানে এই বিতরণ কার্যক্রমে প্রতিদিন অংশ নিচ্ছেন দুবাই পুলিশের অন্তত ৩০০ জন সদস্য।
গত বছর রমজানে সংস্থাটি অন্তত ১ লাখ ১৭ হাজার প্যাকেট ইফতারি বিতরণ করে। এ বছর প্যাকেট সংখ্যা বেড়ে দেড় লাখে এসেছে।
রোজাদারদের স্বাস্থের প্রতি খেয়াল রেখে খেজুর, পানি, কেক ও ইফতারের জুস দিয়ে ইফতারির প্যাকেটগুলো করা হয়েছে।
দুবাই পুলিশের কর্মকর্তা জুমা আল মেহিরি এ প্রসঙ্গে বলেছেন, এই কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় নাগরিক এবং বিদেশীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গভীর করে তুলবে।
পবিত্র মাসে এই সহযোগিতা কার্যক্রম সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের মধ্যে সংহতি ও একক চেতনার একটি নিখুঁত উদাহরণ বলেও মনে করেন ওই পুলিশ কর্মকর্তা।
সূত্র : উর্দু নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.