11/24/2024 ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের ৬টি অভিযোগ আদালতে খারিজ
মুনা নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৪ ০৯:৫৯
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আনা নির্বাচনে হস্তক্ষেপের ছয়টি অভিযোগ খারিজ করে দিয়েছেন জর্জিয়ার একজন বিচারক। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ–পূর্বাঞ্চলের এই অঙ্গরাজ্যে ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন তাঁরা।
গতকাল বুধবার প্রকাশিত আসদালতের ৯ পাতার নথিতে বলা হয়েছে, জর্জিয়ায় ৪১টি অভিযোগের মধ্যে ৬টি খারিজ হয়েছে। এর মধ্যে সরাসরি তিনটি ট্রাম্পের বিরুদ্ধে। এরপরও তাঁকে আরও ১০টি অভিযোগের মুখোমুখি হতে হবে।
খারিজ হওয়া ছয়টি অভিযোগে বলা ছিল, ট্রাম্প ও তাঁর সহযোগীরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দিতে নির্বাচনী কর্মকর্তাদের শপথ ভঙ্গ করতে অনুরোধ করেছিলেন।
ওই নির্বাচনে জর্জিয়ায় ট্রাম্পের চেয়ে এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। জর্জিয়ার মতো একটি অঙ্গরাজ্যে ট্রাম্পের জয় পাওয়াটা বেশ গুরুত্ববহ ছিল।
জর্জিয়ার ফুলটন কাউন্টি সুপিরিওর আদালতের বিচারক স্কট ম্যাকঅ্যাফে বলেন, এ ছয়টি অভিযোগ সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য–উপাত্ত পাওয়া যায়নি।
তবে মামলাটির সবচেয়ে গুরুতর অভিযোগ খারিজ করেননি বিচারক স্কট। সেই সঙ্গে প্রসিকিউটররা চাইলে খারিজ হওয়া অভিযোগগুলোর বিষয়ে একটি নতুন, আরও বিস্তারিত অভিযোগ আনার সুযোগ খোলা রেখেছেন আদালত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.